আমাদের ছোটবেলায় আমাদের মত সাধারন বাঙ্গালী ঘরে ভাইফোঁটা যেরকম হইহই করে পালন করা হত, সে তুলনায় রাখী বন্ধনের গুরুত্ব কম ছিল। তাছাড়া ঐ দিন ছুটিও থাকত না, ফলে ঐ দিন আমার তুতো ভাই বোনেদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ ও কম হত। তাই রাখী র দিনের স্মৃতিচারণ করতে বসলে অনেকের মতই আমার ও মনে আসে সেই লাল বারান্দা আর সবুজ দালান, সেই ৫নং নিবেদিতা লেনের স্কুল বাড়ি ; আমার ভাষায় যেটা second নয়, zeroth home 🙂
স্কুল বাসে উঠে থেকে রাখী পাওয়া শুরু , সারা দিন রাখী পরা ও পরানো, প্রিয় দিদি দের , বন্ধু দের। জনপ্রিয়তা কে বোধ হয় অন্তত ঐ দিন একটা physical quantity হিসাবে ধরা যায় , যাকে measure করা যাবে প্রাপ্ত রাখীর সংখ্যার সংগে সমানুপাতে ।
রাখীর সংগে traditional ভাই-বোন concept এর বাইরে এসে রাখী বন্ধন কে পারষ্পরিক ভালবাসা ও বন্ধনের প্রতীক হিসাবে ভাবতে শিখিয়েছিলেন রবি ঠাকুর সেই গত শতকে। স্কুলে দিদি দের কাছে পড়া সেই বঙ্গ ভঙ্গের হলুদ সুতোর রাখী কোথায় যেন এসে মিলে যেত আমাদের হাত ভর্তি রাখীর মধ্যে।
তাই রাখী আমার কাছে আজও শুধুমাত্র sexist একটা পার্বণ নয়,একটা প্রতীক - ভালোবাসা ,বিশ্বাস ও একতার, "রক্সা বন্ধন " এর ।