মিষ্টি রোদের নিভে আসা বিকেলে,
একটা আধটা জোনাকির মতো
জ্বলে ওঠে হ্যালোজেন।
এলোমেলো কথা বুনে চলি আর,
ভিড়ের মধ্যে তার
ভুল করে হাত,
ছুঁয়ে যায় আঙুলে।
অবশ হাতের স্থান হয় পকেটে,
আর,
সব কথা থেমে যায় 'সরি' তে ;
তারপর
নেমে আসা চোখের তারায়,
লেখা ছিল,
কিছু হার বড় প্রিয়, যদি
শব্দেরা ভীড় করে কবিতায়।
No comments:
Post a Comment